Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত





সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোলাকুলি করে ছোট-বড় সবাই ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন একে অন্যের সঙ্গে। পাশাপাশি জঙ্গিমুক্ত দেশ গড়তে একতাবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সময় টিভির ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর।

চট্টগ্রাম: ট্টগ্রামে ঐতিহ্যবাহী জমিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ প্রায় ৩৫ হাজার মানুষ। এছাড়া নগরীর আরও ১৬৬টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসময় জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তা সমাধানে কাজ করার কথা জানান মেয়র।

সিলেট: কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সিলেটে শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাতে অংশ নেন লক্ষাধিক মানুষ। এতে সাধারণ মানুষের পাশাপাশি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ রাজনৈতিক ব্যক্তিরা এক কাতারে নামাজ আদায় করেন।

ময়মনসিংহ: ময়মনসিংহে ঈদের নামাজের সময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এ অবস্থায় বৃষ্টিতে ভিজেই খুতবা শুনেন মুসল্লিরা। বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানেও অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের জামাত। নামাজ শেষে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। এসময় সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, জেলা প্রশাসক এবং রাজনৈতিক নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

রাজশাহী: রাজশাহীতে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে জড়ো হন মুসল্লিরা। নামাজে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী দুই আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ প্রশাসনের কর্মকর্তারা।

খুলনা এবং রংপুরবাসীও আনন্দমুখোর পরিবেশের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন। ঈদের নামাজ আদায় শেষে আলিঙ্গন করে একে অপরকে শুভেচ্ছা জানান তারা। এছাড়া দেশের জেলা উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছে মুসল্লিরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply