Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ফুটবল আসরে আরব প্রিন্সের তেল কূটনীতিতে ভিজছে দুনিয়া




 ফুটবল আসরে আরব প্রিন্সের তেল কূটনীতিতে ভিজছে দুনিয়া


মস্কো: তিনি ফুটবল দেখবেন আবার তেল বিক্রিও করবেন৷ নিক এক হাজার মিলিয়ন ক্রুড পেট্রোল উত্তোলন করার পথে হাঁটতে চলেছেন৷ ফলে বিশ্ব অর্থনীতিতে বিপুল পরিবর্তন হতে চলেছে৷ এই পরিমাণ অপরিশ্রুত তেল উত্তোলনের বিষয়েই রুশ প্রেসিডেন্ট পুতিনের বিশেষ বৈঠকে বসছেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন৷ ফলে ফুটবল আসরে আরব প্রিন্সের তেল কূটনীতিতে ভিজতে চলল দুনিয়া৷

তাঁর দেশের ফুটবল নিয়ে আগ্রহ নেই কারোর৷ কিন্তু আরবের জ্বালানী তেলের প্রতি প্রখর নজর সকলের৷ ফলে বিশ্ব ফুটবলের আসরে রোমাঞ্চকর সব মুহূর্ত যেমন হবে তেমনই থাকবে জমজমাট কূটনৈতিক আসর৷ গালফ নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের এমনই রিপোর্ট৷ ‘Come for the football, stay for the oil diplomacy’ প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায় নিয়ে বিশদ আলোচনা হবে ক্রেমলিনে৷ অর্থনীতির বিশেষজ্ঞদের ধারণা, জ্বালানী তেল রফতানিকারক দেশগুলি অর্থাৎ ওপেক গোষ্ঠীর সমান্তরাল ‘ওপেক +’ গঠন করা হতে

পারে৷ এর নিয়ন্ত্রক কি মস্কো হতে যাচ্ছে এমনই প্রশ্ন উঠতে শুরু করল৷ যদিও বৈঠক নিয়ে বিশদে কিছু জানায়নি দুই দেশ৷



তেলের সাগরে ভাসমান সৌদি আরব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রাশিয়ার বিপক্ষেই খেলছে৷ এই খেলার আড়ালেই তৈরি হয়েছে আন্তর্জাতিক পেট্রোপণ্যের বাণিজ্যের পথ৷ মস্কো ও রিয়াধের আলোচনা সদর্থক হবে বলেই মনে করা হচ্ছে৷

জ্বালানী তেলা ছাড়াও এদিকে রুশ-আরব কূটনীতিক আলোচনার টেবিলে থাকছে সাম্প্রতিক সময়ে কাতারকে ঘিরে আরব দুনিয়ার অবস্থান৷ কাতারকে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে রাশিয়া৷ আর সৌদি আরবের বাদশা সলমন আজিজের হুমকি, কাতার অস্ত্র কিনলেই সেই দেশে সেনা অভিযান চলবে৷ ফ্রান্সের প্রেসিডেন্টকে লেখা চিঠিতে সৌদি বাদশা ক্ষোভ প্রকাশ করে রুশ ক্ষেপণাস্ত্র বিক্রি রুখতে আহ্বান জানান৷ সেই চিঠি প্রকাশ করে ফরাসি সংবাদ মাধ্যম৷ সৌদি আরবের প্রতিবেশী রাষ্ট্র কাতার৷

ছোট্ট দেশটি দুনিয়ার সর্বাধিক মাথা পিছু আয়ের দেশ৷ তুমুল দ্বন্দ্বের কারণে কাতারে অর্থনৈতিক ও সীমান্ত অবরোধ শুরু করেছে সৌদি আরব ঘনিষ্ঠ আরব দেশগুলি৷ টানা তিনশ দিনের বেশি পার হয়েছে অবরোধ৷ ফলে অবরুদ্ধ কাতারে দেখা দিচ্ছে নিত্য পণ্যের টান৷ আগামী ২০২৪ সালের বিশ্বকাপের আয়োজক দেশ কাতারকে ঘিরে আরও গরম আরব রাজনীতি৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply