FIFA WORLD CUP প্লেয়ার্স প্রোফাইল: মহম্মদ সালাহ
মহম্মদ সালাহ ঘালি (মিশর, ফরোয়ার্ড)
জন্ম:১৫ই জুন ১৯৯২ (২৫ বছর)
উচ্চতা: ৫ ফুট ৯ ইঞ্চি
ক্লাব: লিভারপুল
জার্সি নম্বর: ১১
ক্লাব কেরিয়ার: ২০০৬-২০১০ পর্যন্ত মিশরীয় ক্লাব এল মোকালুনের যুব দলে ফুটবল খেলেছেন সালাহ৷ এরপর ২০১৪ সাল অবধি কাটিয়েছেন সুইশ ফুটবল ক্লাব বাসেলে৷ ক্লাবটির হয়ে ৪৭ ম্যাচে ৯টি গোল করেন৷ ২০১৪-১৬ লন্ডনের ফুটবল ক্লাব চেলসির জা
আন্তর্জাতিক কেরিয়ার: ২০১০-২০১১ মিশরের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন সালাহ৷ অনূর্ধ্ব-২০ দলের হয়ে ১১ ম্যাচে ৩টি, অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ১১ ম্যাচে ৪টি, গোল করছেন ‘মিশরীয় মেসি’৷
মিশর জাতীয় দল (সিনিয়র): ২০১১ থেকে ২০১৮ ফিফা বিশ্বকাপের আগে পর্যন্ত মিশরের জাতীয় দলের জার্সি গায়ে ৫৭ ম্যাচে ৩৩টি গোল করেছেন মহম্মদ সালাহ৷ ৩ সেপ্টেম্বর ২০১১ সিরিয়ার বিরুদ্ধে ম্যাচে মিশরের জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মিশরের এই তারকা ফরোয়ার্ডের৷ পরের মাসে নাইজেরিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে প্রথম আন্তর্জাতিক গোল পান সালাহ৷ শুক্রবার উরুগুয়ের বিরুদ্ধে প্রথমবার মিশরের জার্সিতে বিশ্বকাপ থেলতে নামছেন তিনি৷
পুরস্কার: ২০১৭-১৮ সালে ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোল স্কোরার হওয়ার কারণে প্রিমিয়র লিগ গোল্ডেন বুট জেতেন সালাহ৷ পাশাপাশি প্রিমিয়র লিগের মরশুমের সেরা ফুটবলার খেতাব জেতেন৷ ২০১৭ সালে আফ্রিকার ‘ফুটবলার অফ দ্য ইয়ার’ হয়েছেন মহম্মদ সালাহ৷

No comments: