Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হার কষ্ট দেয়: ৷জার্মানির ওজিল




হার কষ্ট দেয়: ৷জার্মানির ওজিল মস্কো: অঘটন ঘটিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা৷জার্মানির কাছে নক-আউটের দরজা বন্ধ করে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ হার৷ জঘন্য পরাজয়ের পর বিশ্বচ্যাম্পিয়ন কোচ জোয়াকিম লো থেকে টনি ক্রুজ, হতাশা প্রকাশ করেছেন অনেকেই৷ সেই লিস্টে এবার ওজিলের নাম যোগ হল৷ জার্মানির অ্যাটাকিং মিড ফিল্ডার জানালেন ‘হার কষ্ট দেয়’৷ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার জন্য শুধু নিজেদের দেশেই নন পুরো বিশ্ব জুড়ে সমালোচিত হচ্ছেন ওজিলরা৷গ্রুপ পর্যায় তিন ম্যাচের মধ্যে সুইডেনের বিরুদ্ধে ম্যাচ ছাড়া বাকি দু’টি ম্যাচেই হারের সম্মুখিন হয়েছে জার্মানি৷ লো-ব্রিগেডের রক্ষণ থেকে আক্রমণ সমস্ত ক্ষেত্রেয় ফাটল ধরা পড়েছে৷ বিশ্বজুড়ে তাদের নিয়ে কাটাছেঁড়া যতই হোক না কেন ‘বিশ্বকাপের ট্রমা’ থেকে এখনও বেরোতে পারেননি ওজিলরা৷ ইন্সটাগ্রামে বিশ্বকাপ ভরাডুবির ব্যপারে উল্লেখ করে ওজিল লেখেন, ‘এটার থেকে বেরোতে সময় লাগবে৷বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে বিদায় নেওয়া সত্যিই বেদনাদায়ক৷’ ১৯৩৮ সালের পর প্রথমবার গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছে জার্মানি৷ দক্ষিণ কোরিয়ার কাছে হেরে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় জোয়াকিম লো-এর ছেলদেরা৷ যার ফলে জোয়াকিম লো এবং জার্মান ফুটবলের ১২ বছরের সম্পর্কে ছেদ পড়ার আশঙ্কা করেছিলেন স্বয়ং কোচ৷ চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের এরকম অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় তার কোচের চেয়ার নড়বড়ে হয়ে উঠেছে৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে খেলতে নেমে এই প্রথমবার কোনও দল গ্রুপ লিগের দু’টি ম্যাচে হার মেনে বিদায় নিয়েছে৷ ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ০-২ হেরেছে জার্মানি৷ তবে তার আগেই মেক্সিকোর কাছে ১-০ হার দিয়েই বিশ্বকাপ সফর শুরু করেছিল জোয়াকিম লো ব্রিগেড৷ তবে শুধু লো কিংবা ওজিল নন জার্মানির তারকা মিডফিল্ডার টনি ক্রুজও হারের জন্য ভাগ্যকে দোষ না দিয়ে নিজেদের হতশ্রী পারফরম্যান্সকে দুষছেন৷ সুইডেন ম্যাচে শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে গোল দেওয়া টনি ক্রুজ স্পষ্ট বলছেন, ‘জার্মান দলের এই হার প্রাপ্য ছিল৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply