Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন রোনালদো





বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন রোনালদো

২০১৮ বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচটি শুরু হচ্ছে আজ শুক্রবার রাত ১২টায়। গ্রুপ পর্বের অন্যতম সেরা যুদ্ধে নামতে চলেছে স্পেন ও পর্তুগাল। ইউরোপের দুই সেরা ফুটবল শক্তি সোচির ফিস্ট অলিম্পিক স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে নামবে। স্পেন ২০১০ বিশ্বকাপে ট্রফি ঘরে তুলেছে। অন্যদিকে ২০১৬ সালে ইউরোপ সেরা হয়েছে পর্তুগাল। তাই কেউ কারও চেয়ে কম যায় না।
বিশ্বকাপে আসলে পর্তুগালের পারফরম্যান্স গ্রাফ খুব একটা ভালো নয়। তবে তাতে খুব বেশি ফারাক পড়বে না। ২০১৬ ইউরো কাপের আগেও দল একই পজিশনে ছিল। তবে একের পর এক ম্যাচে জিতে ইউরো সেরা হয় ইউরাপের ব্রাজিল খ্যাত দলটি।
  ইউরো কাপের সময়ে বিরক্তিকর ফুটবল খেলেও ম্যাচ ধরে ধরে জিতে গিয়েছিল পর্তুগাল। আর সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। ফের্নান্দো স্যান্তোসের শিষ্যদের হারানো সহজ নয়।
ঘটনা হলো, গেলো ২৯ ম্যাচে পর্তুগাল হেরেছে মাত্র দুটিতে। যার মধ্যে একটি আবার পেনাল্টি শুটআউটে হার রয়েছে। দলে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের সঙ্গে রয়েছে ইউরো ও চ্যাম্পিয়নসলিগের জয়ের আত্মবিশ্বাস। ফলে পর্তুগাল বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে হলেও ইতিবাচকভাবেই শুরু করবে।

নতুন কোচ ফের্নান্দো ইয়েরোর সঙ্গে স্পেনের অধিনায়ক রামোস

স্পেন কিন্তু প্রথম ম্যাচে চাপে থাকবে। ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগে কোচ জুলেন লোপেতেগুইকে সরে যেতে হয়েছে। দলের দায়িত্ব নিয়েছেন ফের্নান্দো ইয়েরো। এখন তিনিই বিশ্বকাপে স্পেনকে কোচিং করিয়ে কতদূর তুলতে পারেন সেটাই দেখার।
২০০৮-২০১২ সালের মধ্যে ইউরো ও বিশ্বকাপ জেতা স্পেন সবসময় কঠিন প্রতিপক্ষ। তবে গত কয়েকবছরে দলের ধার কমেছে। যদিও ২০টি ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে এসেছে স্পেন। ২০১০ সালের স্মৃতি ফিরিয়ে আনাই স্প্যানিয়ার্ডদের মূল লক্ষ্য।
পর্তুগালের সেরা একাদশের মূল খেলোয়াড় হতে পারেন পেপে, কার্ভালহো, সিলভারা। অন্যদিকে স্পেনের পিকে, বুস্কেতস, ইনিয়েস্তা, কস্তারা দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেন।
স্পেন ও পর্তুগাল আন্তর্জাতিক ম্যাচে মোট ৩৬ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে স্পেন ১৮ বার জিতেছে। ২০১২ সালে শেষে দেখায় স্পেন হারায় পর্তুগালকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply