Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রাশিয়া বিশ্বকাপ নিজেদের প্রথম দেখায় নামছে ইরান-মরক্কো




 রাশিয়া বিশ্বকাপ
নিজেদের প্রথম দেখায় নামছে ইরান-মরক্কো

মরক্কোর বিপক্ষে গ্রুপ ‘বি’র ম্যাচে নামছে ইরান। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে আজ শুক্রবার ম্যাচটি শুরু  হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। দুই দলই নামবে তিন পয়েন্টের লক্ষ্যে। এই গ্রুপে রয়েছে দুই শক্তিশালী দল পর্তুগাল ও স্পেন। এই দুই দলেরই শেষ চারে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে মরক্কোর কোচ হার্ভে রেনার্ড ও ইরান কোচ কার্লোস কেইরোস এই ম্যাচ থেকে দুই পয়েন্ট তুলতে চাইবেন।
মরক্কোর জন্য কঠিন গ্রুপে এটি। একদিকে রয়েছে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ও অন্যদিকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। তবে ২০ বছর পরে বিশ্বকাপে নেমে মরক্কো ভালো কিছুই করতে চাইছে।
  শেষবার আফ্রিকার দেশটি বিশ্বকাপ খেলেছিল ফ্রান্সে ১৯৯৮ সালে। গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হয়েছিল। তাই এবার ভালো কিছু করে চমক দিতে চাইছে হার্ভের ছেলেরা। বাছাই পর্বে ছয় ম্যাচে কোনও গোল খায়নি মরক্কো। মালি, গাবোন ও আইভরি কোস্টের মতো দলকে হারিয়ে উঠেছে।
এই নিয়ে পাঁচবার মরক্কো গ্রুপ স্টেজে খেলছে। সবচেয়ে ভালো ফলাফল করেছিল ১৯৮৬ বিশ্বকাপে। সেবার শেষ ১৬তে উঠেছিল দল। তবে পশ্চিম জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়।
এদিকে এই নিয়ে পরপর দুই বছর বিশ্বকাপে খেলছে ইরান। বাছাই পর্বে ইরান অসাধারণ খেলেছে। ইরানের সবচেয়ে বড় ভরসা উইঙ্গার আলিরেসা জাহানবকশ। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে প্রথমবার ম্যাচ জেতে ইরান। সেবার হারায় মার্কিন যুক্তরাষ্ট্রকে। মরক্কোকে শুক্রবার হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিতে চাইছে ইরান।
২০১৪ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে প্রায় আটকে গিয়ে ইতিহাস তৈরি করতে বসেছিল ইরান। তবে লিওনেল মেসি ৯১ মিনিটের মাথায় গোল করে দলকে জেতান।
মরক্কোর হয়ে সেরা বাজি হতে পারেন খালিদ বৌতায়িব, নরদিন আ

মরাবত, ইউনেস বেলহান্ডা, এল কাবি, আমিন হরিত, মাসৌদ শোজায়েইরা। এদিকে ইরানের হয়ে কার্যকর ভূমিকা নিতে পারেন চেসমি, সফি, আনসারিফার্দ, আজমৌনরা।
আন্তর্জাতিক পর্যায়ে কোনোদিন একে অপরের সঙ্গে খেলেনি মরক্কো ও ইরান। এই প্রথম দুই দল মুখোমুখি হতে চলেছে, তাও আবার বিশ্বকাপের মঞ্চে। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আশাই করছেন সবাই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply