Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বিশ্বকাপ জয়ের জন্য স্পেনের এই থ্রি মাস্কেটিয়ার্সের দিকে তাকিয়ে স্পেন।





     স্প্যানিশ আর্মাডাদের তিন তারা
বিশ্বকাপ জয়ের জন্য স্পেনের এই থ্রি মাস্কেটিয়ার্সের দিকে তাকিয়ে স্পেন।

 : বিশ্বকাপ শুরুর আগেই মহা ফাঁপড়ে স্পেন দল। টুর্নামেন্ট শুরুর আগেই তাঁদের কোচ বদল হয়ে গেছে। এই কঠিন সময় ইতিমধ্যেই দলের হাল ধরে ফেলেছেন দলের তিন সিনিয়র ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও র‍্যামস এবং ইস্কো। বিশ্বকাপে স্পেন কতদুর যাবে সেটা নির্ভর করছে এই তিন তারকার খেলার উপর।

রাশিয়ায় 'গোল'বাজি- বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারাল রাশিয়া

২০১০ সাল। হাতে বিশ্বকাপ তুলেছিলেন। সেই স্বাদ আবার পেতে মরিয়া বিশ্ব ফুটবলের সেরা মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তা। নিজের শেষ বিশ্বকাপে দলকে জেতাতে কোনও কসুর করবেন না এই বার্সেলোনা তারকা। বয়স বাড়লেও ইনিয়েস্তার পায়ের ধার এখনও কমে যায়নি। আজও তাঁর মাপা পাস এবং স্কিলে মুগ্ধ ফুটবল বিশ্ব। এবার এক নজরে দেখে নেব বিশ্বকাপে ইনিয়েস্তা-


নাম- আন্দ্রেস ইনিয়েস্তা

দেশ- স্পেন

ম্যাচ- ১২৭

গোল- ১৩

২০১০ সালে ইনিয়েস্তার গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।

ফুটবল দুনিয়ায় তিনি অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার। দুবার ইউরো কাপ এবং একবার বিশ্বকাপ জয়ী স্পেন দলের সদস্য ছিলেন তিনি। এবার ফের দেশকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে মাঠে নামছেন সার্জিও র‍্যামোস। নিখুঁত ট্যাকেলের পাশপাশি যে কোনও সময় পেনাল্টি বক্সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি। এবার এখন নজরে দেখে নেব বিশ্বকাপে র‍্যামস-

নাম- সার্জিও র‍্যামস

দেশ- স্পেন

ম্যাচ- ১৫২

গোল- ১৩

রাশিয়ায় 'গোল'বাজি- বিশ্বকাপের দ্বিতীয় দিনেই ‘ক্ল্যাশ অব টাইটানস’, মুখোমুখি স্পেন-পর্তুগাল

রাশিয়া বিশ্বকাপে যোগ্যতানির্ধারণী পর্বের ম্যাচে স্পেনের হয়ে পাঁচটি গোল করেছিলেন

ইস্কো। এরই পাশাপাশি ইতালির বিরুদ্ধে ম্যাচে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। বিশ্বকাপেও ইস্কোর কাছে সেরকমই পারফরম্যান্স চাইছে স্পেনের মানুষ। পায়ে দারুণ স্কিল, সঙ্গে নিখুঁত পাস দেওয়ার দক্ষতার সব মিলিয়ে বিশ্বকাপে স্পেনের তুরুপের তাস হয়ে উঠতে পারেন রিয়াল মাদ্রিদের এই তারকা। এবার এক নজরে দেখে নেব বিশ্বকাপে ইস্কো-

নাম- ইস্কো

দেশ- স্পেন

ম্যাচ- ২৮

গোল- ১০

বিশ্বকাপ জয়ের জন্য স্পেনের এই থ্রি মাস্কেটিয়ার্সের দিকে তাকিয়ে স্পেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply