Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বিশ্বকাপের দ্বিতীয় দিনেই ‘ক্ল্যাশ অব টাইটানস’, মুখোমুখি স্পেন-পর্তুগাল





বিশ্বকাপের দ্বিতীয় দিনেই ‘ক্ল্যাশ অব টাইটানস’, মুখোমুখি স্পেন-পর্তুগাল
মোদ্দা কথা
*  স্পেন আর পর্তুগাল-এই দুই দলের হেড টু হেড রেকর্ডেও অনেক এগিয়ে ২০১০-এর চ্যাম্পিয়নরা।
* * দুই ইউরোপীয় জায়েন্ট শেষবার মুখোমুখি হয়েছিল ২০১২ ইউরোয়। সেবার টাইব্রেকারে বাজিমাত করেছিলেন ইনিয়েস্তারা।
* * * বিশ্বকাপেও শেষ সাক্ষাতে জিতেছিল স্প্যানিশ আর্মাডা। তবে অতীত মনে রাখতে চাইছেন না রোনাল্ডোরা। অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্নের পথটা শুক্রবার থেকেই শুরু করে দিতে চাইছেন সিআরসেভেন।
 : শুক্রবার রাতে বিশ্বকাপে ধুন্ধুমার লড়াই। মুখোমুখি স্পেন-পর্তুগাল। ইনিয়েস্তা-রোনাল্ডোর দ্বৈরথ দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব। ইউরো সেরা হয়ে বিশ্বকাপের মঞ্চে নামছে পর্তুগাল। অন্যদিকে কোচ বিতর্ক পেছনে ফেলে বিশ্বকাপ ঝলক দেখাতে মরিয়া র‍্যামসরা।

রাশিয়ায় 'গোল'বাজি- বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারাল রাশিয়া

বিশ্বকাপের শুরুতেই ক্ল্যাশ অব টাইটানস। শুক্রবার রাতে স্পেন-পর্তুগালের ধুন্ধুমার লড়াই। দুই প্রতিবেশী দেশের লড়াই ঘিরে সরগরম ফুটবলবিশ্ব। বিশ্বযুদ্ধের দ্বিতীয় দিনেই মাঠে রোনাল্ডো। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ লিগের সেরা ম্যাচটা হতে চলেছে শুক্রবার রাতেই। গৃহযুদ্ধ সামাল দিয়ে স্প্যানিশ আর্মাডার এবার রোনাল্ডো ঝড় সামলানোর চ্যালেঞ্জ। দুই দলে ন

জরকাড়া  চরিত্র অনেক। রিয়ালে ক্লাব ফুটবল খেলার সুবাদে বিপক্ষ দলের সবাইকেই প্রায় হাতের তালুর মত চেনেন সিআরসেভেন। তাতে কি ডেভিড দি গিয়া-রা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন পর্তুগিজ সুপারস্টারকে। ইউরো সেরা হয়ে বিশ্বকাপের মঞ্চে নামছে পর্তুগাল। অন্যদিকে কোচ বিতর্ক পেছনে ফেলে বিশ্বকাপ ঝলক দেখাতে মরিয়া ইনিয়েস্তারাও। যতই কোচ বিতর্ক হোক না কেন, স্পেন এবারের অন্যতম সেরা দল। সেটা ভাল করেই জানে স্যান্টোসের দল। বিশেষ করে মাঝমাঠে ইনিয়েস্তা-বুস্কোকোয়েটসদের ছন্দ নষ্ট করাই বড় চ্যালেঞ্জ পর্তুগালের।


এক নজরে দেখে নিন বিশ্বকাপের ইতিহাসে দুই দলের পারফরম্যান্স-

*  স্পেন আর পর্তুগাল-এই দুই দলের হেড টু হেড রেকর্ডেও অনেক এগিয়ে ২০১০-এর চ্যাম্পিয়নরা।

* * দুই ইউরোপীয় জায়েন্ট শেষবার মুখোমুখি হয়েছিল ২০১২ ইউরোয়। সেবার টাইব্রেকারে বাজিমাত করেছিলেন ইনিয়েস্তারা।

* * * বিশ্বকাপেও শেষ সাক্ষাতে জিতেছিল স্প্যানিশ আর্মাডা। তবে অতীত মনে রাখতে চাইছেন না রোনাল্ডোরা। অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্নের পথটা শুক্রবার থেকেই শুরু করে দিতে চাইছেন সিআরসেভেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply