Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ভারতকে পাঁচশোর গণ্ডি টপকাতে দিল না আফগানিস্তান





ভারতকে পাঁচশোর গণ্ডি টপকাতে দিল না আফগানিস্তান



বেঙ্গালুরু: বড় রানের ইঙ্গিত মিলেছিল ম্যাচের শুরু থেকেই৷ বোলারদের হাতে পর্যাপ্ত রসদ তুলে দিলেও প্রত্যাশা মতো আফগানদের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়া হল না টিম ইন্ডিয়ার৷ প্রথম দিনের ৬ উইকেটে ৩৪৭ রানের পর থেকে খেলতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ৪৭৪ রানে৷

আগের দিন লোকেশ রাহুল আউট হওয়ার আগের বল পর্যন্ত একসময় ভারত ২ উইকেটে ২৮৪ রানে দাঁড়িয়েছিল৷ দুই ওপেনার শিখর ধাওয়ান ও মুরলি বিজয়ের শতরান ও তিন নম্বরে লোকেশের আগ্রাসী হাফসেঞ্চুরির পর ভারতের বিশাল ইনিংস গড়ে ত

োলা কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল৷ মিডল অর্ডারে পূজারা, রাহানে ও কার্তিক খুব বেশি সময় ক্রিজে কাটাতে না পারায় সাময়িকভাবে ধাক্কা লাগে ভারতীয় ইনিংসে৷ তবে অশ্বিন, জাদেজাদের নিয়ে হার্দিক পান্ডিয়ার লড়াই পুনরায় ম্যাচের রাশ টিম ইন্ডিয়ার হাতে এনে দেয়৷ শেষবেলায় উমেশ যাদব ব্যাট চালিয়ে কার্যকরী যোগদান রাখেন দলের ইনিংসে৷



গত দিনের অপরাজিত ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফেরেন৷ ব্যক্তিগত ১৮ রানে ইয়ামিন আহমদজাইয়ের বলে উইকেটরক্ষক জাজাইয়ের দস্তানায় ধরা পড়ে যান অশ্বিন৷ জাদেজার সঙ্গে জুটি বেঁধে অষ্টম উইকেটের জুটিতে ৬৭ রান যোগ করেন হার্দিক পান্ডিয়া৷

জাদেজা ৩১ বলে ২০ রান করে মহম্মদ নবির প্রথম টেস্ট শিকার হন৷ অহেতুক তুলে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে রহমত শাহর হাতে ধরা দেন স্যার জাদেজা৷ পান্ডিয়া ৭টি বাউন্ডারির সাহায্যে ৮৩ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন৷ শেষমেশ তিনি ৯৪ বলে ৭১ রান করে সাজঘরের পথে হাঁটা লাগান৷ ১০টি চার মারেন হার্দিক৷ তাঁকে আউট করেন ওয়াফাদার৷ টেস্টে পান্ডিয়ার এটি তৃতীয় হাফসেঞ্চুরি৷

শেষ উইকেটে ইশান-উমেশ জুটি ৩৪ রানের কার্যকরী যোগদান রাখেন৷ ইশান্ত ৮ রান করে রশিদ খানের বলে এলবিডব্লু হন৷ উমেশ দু’টি চার ও দু’টি ছক্কার সাহায্যে ২১ বলে ২৬ রান করে অপরাজিত থেকে যান৷

আফগানিস্তানের হয়ে প্রথম ইনিংসে ৫১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন আহমদজাই৷ দু’টি করে উইকেট নিয়েছেন ওয়াফাদার ও রশিদ খান৷ একটি করে উইকেট মহম্মদ নবি ও মুজিব উর রহমানের৷ ভারতের ইনিংস শেষ হওয়া মাত্রই মধ্যাহ্ন ভোজের বিরতি ঘোষণা করে আম্পায়াররা






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply