
দুই টেস্ট, পাঁচ ওয়ানডে আর এক টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সফরে দক্ষিণ আফ্রিকা দল এখন শ্রীলংকায়। আজ বৃহস্পতিবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলংকা। শুরুটা ভালোই করে লঙ্কান দুই ওপেনার ধানুষ্কা গুনাতিলাকা আর দ্বিমুথ করুণারত্নে মিলে।
৩১ বলে ২৬ রান করে আউট হয়ে গেলেও প্রথম ইনিংসের শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকেন ধানুষ্কা। সতীর্থদের একের পর এক বিদায় দেখছিলেন অন্য প্রান্ত থেকে।
কুশল মেন্ডিসের ব্যাটে আসে তৃতীয় সর্বোচ্চ ২৪ রান। এছাড়া আর কেউই রান পাননি তেমন।
শেষ পর্যন্ত ব্যাটিং করে ধানুষ্কা গুনাতিলাকা ২২২ বলের ইনিংস খেলে ১৫৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
প্রথম ইনিংসে ৭৮.৪ ওভার ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে শ্রীলংকা।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫০ রানে ৪ উইকেট নেন কাগিসো রাবাদা। ৩উইকেট পান তাবারিজ শামসি। দীর্ঘ ছয়মাস পর ক্রিকেটে ফিরে ১ উইকেট পান ডেইল স্টেইন।
দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে ৪ ওভার খেলার সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা। এই চার ওভারেও ১ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।
৪ ওভারে ১ উইকেটে ৪ রানে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা।
প্রথম দিনে ১১ উইকেট নেই গলে!
Tag: games
No comments: