Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সেই থাই গুহা হবে জাদুঘর






সেই থাই গুহাকে করা হবে জাদুঘর! গত ২৩ তারিখ থেকে থাইল্যান্ডের যে গুহায় আটকে ছিল ১২ কিশোর ফুটবলার ও কোচ, সেই গুহাটিকে এবং আশপাশের পুরো অঞ্চলটিকেই জীবন্ত গুহা বানানো হবে। যেখানে কিশোর দলটিকে কীভাবে উদ্ধার করা হয়েছে তা দেখানোর পাশাপাশি দর্শকদের জন্য পুরো গুহাটি উন্মুক্ত করে দেয়া হবে। বুধবার এ ঐতিহাসিক উদ্ধার অভিযানের প্রধান নারোংশাক অসত্তানকরণ এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন। খবর দ্য গার্ডিয়ান।
তিন দিনব্যাপী চলা এ অভিযানের প্রধান জানান, গুহার এ অঞ্চলটি জীবন্ত জাদুঘর হবে।

তিনি আরও বলেন, থাইল্যান্ডের অন্যতম আরেকটি আকর্ষণীয় স্থান হবে। উদ্ধার অভিজানের বিস্তারিত তথ্য দেখানোর ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।
তবে দেশটির প্রধানমন্ত্রী প্রজুত চান-ওচা জানান, নিরাপত্তাজনিত কারণে আপাতত গুহার চারপাশে অতিরিক্ত সতকর্তা জারি করা হবে।

বর্তমানে গুহাটি বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ ও প্ল্যান্ট কনজারভেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল চোংক্লাই ওরাপংসথারোং।

উল্লেখ্য, চিয়াং রাই প্রদেশের এ গুহায় আটকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে ১৩ বিদেশি ডুবুরি ও থাইল্যান্ডের নৌবাহিনীর অভিজাত শাখা থাই নেভি সিলের পাঁচ সদস্য কাজ করেন। এছাড়া গুহার ভেতরে ও প্রবেশ পথে আরও অন্তত ৯০ জন ডুবুরি উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিলেন। তবে উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে গত শুক্রবার অক্সিজেনের অভাবে থাই নেভি সিলের সাবেক এক সদস্য গুহার ভেতরে মারা যান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply