
সৌদি সমর্থিত সামরিক জোট ও ইয়েমেনিদের সামরিক অভিযানে আটক বন্দিদের ওপর নির্যাতনকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। বন্দিদের অমানবিক নির্যাতনের দ্রুত তদন্তের তাগিদ দিয়েছে সংস্থাটি।
সৌদি জোটের দাবি ইয়েমেনে তাদের কোন বন্দিশালা নেই। অন্যদিকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে সৌদি সমর্থিত ইয়েমেনি জোট। বৃহস্পতিবার অ্যামেনেস্টি এক বিবৃতিতে জানিয়েছে, বিপুল সংখ্যক ইয়েমেনিকে জোরপূর্বক আটক করেছে সৌদি ও ইয়েমেনি জোট।
অ্যামনেস্টি দাবি করেছে, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ ইয়েমেনের কয়েকটি প্রদেশের নাগরিকদের আটক করে নির্বিচারে নির্যাতন চালানো হয়। তবে সংযুক্ত আরব আমিরাতের দাবি, ইয়েমেনের আইন ও শাসন ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
বন্দি নির্যাতন যুদ্ধাপরাধ: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
Tag: world
No comments: