
কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূ মিলি আক্তার হত্যা মামলায় স্বামী তরিকুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এদিকে নেত্রকোণায় বাবা-ছেলে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ১৯৯৮ সালে বিয়ের পর থেকেই স্বামী তরিকুল ও তার পরিবারের সদস্যরা মিলিকে নানাভাবে নির্যাতন করে আসছিলো। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালের ৬ জুলাই তরিকুল ও তার পরিবারের লোকজন মিলিকে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে নেত্রকোণায় জমি নিয়ে বিরোধের জেরে রুপচন্দ্রপুর গ্রামের তাজুল ইসলাম ও তার ছেলে সুমন মিয়াকে খুনের দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ একেএম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ৭ আসামিকে খালাস দেয়া হয়েছে।
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
Tag: others Zilla News
No comments: