
নেয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি ডিভাইসের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা তিন হাজার নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া লেনদেনে জটিলতা এড়াতে দুই স্তরের নিরাপত্তাও শিথিল করা হয়েছে। এখন থেকে লেনদেনের তথ্য মোবাইল ফোনে গ্রাহককে জানিয়ে দেয়া হবে। দুটি ডিভাইস একসঙ্গে ছুঁইয়ে তথ্য আদান-প্রদানের প্রযুক্তির নাম নেয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি।
এই প্রযুক্তির মাধ্যমে ক্রেতারা এনএফসি সুবিধা আছে, এমন পেমেন্ট কার্ডের কাছে গিয়ে অর্থ পরিশোধ করতে পারবেন। এতে সোয়াইপ বা পিন কোডের দরকার হবে না।
'এনএফসি' কার্ড লেনদেন সীমা ৩ হাজার টাকা
Tag: Featured
No comments: