বিদ্যুৎখাতে বিনিয়োগে বিদেশি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান--প্রতিমন্ত্রী নসরুল হামিদ
বিদ্যুৎখাতে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোকে আস্থার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (১১ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পাওয়ার প্লান্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।
এলএনজিভিত্তিক ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সামিট গ্রুপ, মিতসুবিশি করপোরেশন ও জেনারেল ইলেকট্রিক এর মধ্যে এ চুক্তি সই হয়। ২৪ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প ২০১৯ সালে শুরু হয়ে ২০২৩ সালের মধ্যে শেষ হবে।
এদিকে, বিকেলে বিদ্যুৎ ভবনে জেনারেল ইলেকট্রিকের সঙ্গে মহেশখালীতে তিন হাজার ছয়শো মেগাওয়াটের আরেকটি পাওয়ার প্ল্যান্ট নির্মাণের চুক্তি সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের কথা জানান মার্শা ব্লুম বার্নিকাট।
বিদ্যুৎখাতে বিনিয়োগে বিদেশি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান--প্রতিমন্ত্রী নসরুল হামিদ
Tag: others
No comments: