‘মহাসড়ক চার লেনে উন্নীতকরণ নিজস্ব অর্থায়নেই হবে’
ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চীনের পরিবর্তে নিজস্ব অর্থায়নে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার (১১ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আগামীর সিলেট: উন্নয়নে প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
গত বছর চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির পক্ষ থেকে সড়ক-মহাসড়ক বিভাগের সচিবকে ঘুষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রকল্পটি স্থগিত করা হয়।
১২ হাজার কোটি টাকা ব্যয়ে ওই প্রকল্প বাস্তবায়নে চীন সরকারের পক্ষ থেকে ১৬০ কোটি টাকা দেয়ার কথা ছিল। চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করায় প্রকল্পটির অর্থায়ন নিয়ে সমস্যায় পড়ে সরকার।
তবে, এবার দেশি-বিদেশি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কাজ করা হবে। এ ব্যাপারে শিগগিরই উদ্যোগ নেয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। এছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে সংসদের আগামী অধিবেশনে আলোচনা হবে বলে জানান তিনি।
‘মহাসড়ক চার লেনে উন্নীতকরণ নিজস্ব অর্থায়নেই হবে--’ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
Tag: others
No comments: