গাইবান্ধার সাঘাটায় ছাত্রলীগের হামলায় এক যুবলীগ কর্মী নিহত এবং চার কর্মী আহতের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
নিহত যুবলীগ কর্মী মুকুল মিয়ার ভাই রফিকুল ইসলাম গতরাতে সাঘাটা থানায় এই মামলা করেন। পুলিশ জানায়, ফুটবল খেলা নিয়ে, বৃহস্পতিবার বিকেলে প্রথমে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুই যুবলীগ কর্মী আহত হয়। ওইদিন সন্ধ্যায় বোনারপাড়া রেলস্টেশনে চায়ের দোকানে যুবলীগ কর্মী মুকুল মিয়ার উপর হামলা করে, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলামের লোকজন। এতে মুকুলসহ আরও দুই যুবলীগ কর্মী আহত হয়। এর মধ্যে গুরুতর আহত মুকুল মিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

No comments: