চট্টগ্রামের সীতাকুন্ডের বাশঁবাড়িয়া সমুদ্র সৈকতে গত এক মাসে প্রাণ হারিয়েছে পাঁচ পর্যটক। স্থানীয়রা বলছেন, একটি বহুজাতিক কোম্পানী অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করায়, মরণফাঁদে পরিণত হয়েছে বন্দর নগরীর অন্যতম এই বিনোদন কেন্দ্রটি। সরকারি স্বীকৃতি না থাকায়, সেখানে স্থায়ীভাবে নেই উদ্ধারকারি দল। আর জেলা প্রশাসকের দাবি, সাগরের বুকে জেগে ওঠা সমুদ্র সৈকতটি এখনো পর্যটকদের জন্য উপযোগী হয়নি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র তিন কিলোমিটার দুরে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। চোখ জুড়ানো এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে চাপা পড়ে আছে, বেশ কয়েকটি মৃত্যুর গল্প। গত শুক্রবার পরিবার-পরিজনের সঙ্গে এই সৈকতে গোসল করতে নেমে ভেসে যান, একই পরিবারের তিন যুবক। শনিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঈদের ছুটিতেও এখানে একইভাবে প্রাণ হারান আরো দুই পর্যটক।
স্থানীয়রা বলছেন, একটি বহুজাতিক কোম্পানীর অপরিকল্পিত বালি উত্তোলনের ফলে– পুরো সৈকতটিই পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। সাগরের বুকে জেগে ওঠা নতুন এই বিনোদন কেন্দ্রটিতে নেই কোনো পর্যটন সুবিধা। পর্যটকদের নিরাপত্তা ও তাৎক্ষণিক উদ্ধার তৎপরতাও নেই। ফায়ার সার্ভিসের দাবি, সরকারি স্বীকৃতি না থাকায়– সার্বক্ষণিক উদ্ধারকারী দল রাখা সম্ভব নয়। সৈকতটি এখনো পর্যটকদের জন্য নিরাপদ নয় দাবি করেন জেলা প্রশাসক। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতকে পর্যটন স্পট হিসেবে ঘোষণা দিয়ে, শুধু ব্যানার লিখে দায় না সেরে পর্যটকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি সংশ্লিষ্টদের।

No comments: