‘ইট’স কামিং হোম’ গানে মাতোয়ারা ইংল্যান্ড
সামারা: ১৯৬৬ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড৷ সেই বিশ্বকাপ টুর্নামেন্টে মোট ১১টি গোল করেছিল ববি মুরব্রিগেড৷ শনিবার সামারা এরিনাতে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে হ্যারি কেনের নেতৃত্বাধীন ইংল্যান্ড৷ এবার সেমিফাইনালে ওঠার মধ্যেই ১১ গোল করেছে গ্যারেথ সাউথগেটের দল৷
বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার এক টুর্নামেন্টে ১০টির বেশি গোল করল ইংরেজরা৷ ১৯৬৬ সালে বিশ্বকাপ জ
পুতিনের দেশ থেকে বিশ্বকাপ নিয়ে কারা ফেরেন তার ফলাফলের জন্য অবশ্য অপেক্ষা করতে রাজী নন ব্রিটিশ ফুটবল ফ্যানরা৷ তারা ইতিমধ্যেই ‘ইট’স কামিং হোম’ গানের সঙ্গে কোমর দোলাতে শুরু করেছেন৷ ভাবখানা কিছুটা যেন এরকম, ‘আমরাই জিতছি এবারের বিশ্বকাপ’৷ তবে ব্রিটিশদের দোষ দিয়ে লাভ নেই, কেনব্রিগেডের এই ইয়ং ব্রিটিশ ফুটবল যোদ্ধাদের ফেভারিট বাছছেন অনেক প্রাক্তন ফুটবলারই৷

No comments: