কানাডায় তাপপ্রবাহে মৃত ৫৪ জন
মনট্রেল: কানাডায় তাপপ্রবাহে মৃত্যু হল ৫৪ জনের৷ অতিরিক্ত তাপমাত্রাই মৃত্যুর জন্য দায়ী৷ ই-মেলের মাধ্যমে মেট্রোপলিটন স্বাস্থ্য বিভাগ এমনি জানিয়েছে
বৃহস্পতিবার কানাডার পরিবেশ বিভাগ পূর্বাভাসে জানিয়েছে, তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রী সেলসিয়াস(৯৫ ফারেনহাইট)৷ কিন্তু, সেটিকে কানাডাবাসী অনুভব করবে ৪৫ ডিগ্রী সেলসিয়াসের মতো৷ স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক জানাচ্ছেন, ‘আমরা আবহাওয়ার পূর্বাভাসের দিকে নিয়মিত লক্ষ্য রাখছি৷ আশা রাখছি খুব তাড়াতাড়িই স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসবে কানাডা৷’
মনট্রেল এলাকাতে তাপমাত্রার শিকার হয়েছেন বেশিরভাগ ৫০ এবং তার উর্দ্ধের পুরুষেরা৷ প্রতিবেশি এলাকা অন্তেরিওতে দেখা গিয়েছে একই ধরণের তাপপ্রবাহের চিত্র৷ তবে, এখনও পর্যন্ত সেখান থেকে মৃত্যুর কোন খবর নেই৷ ২০১০ সালে ঘটেছিল একই ঘটনা৷ সেই সময় তাপপ্রবাহের শিকার হয়েছিল প্রায় ১০০ জন৷

No comments: