
প্রাথমিক শিক্ষার মান-উন্নয়ন, ঝরে পড়া রোধ, সকল শিশু বিদ্যালয়ে ভর্তি সহ শিক্ষাকে কর্মকেন্দ্রিক ও আনন্দদায়ক করতে স্থানীয় শিক্ষা প্রশাসনের সাথে মতবিনিময় সভা হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার সভা কক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রশাসন ও আমঝুপি শিক্ষা উন্নয়ন কমিটির সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণসাক্ষরতা অভিযান ও পিকেএসএফ এর যৌথ আয়োজনে মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে। আমঝুপি শিক্ষা উন্নয়ন কমিটির সহ-সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপিল উদ্দীন। সভায় আরো বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুর রহমান, এসএম জয়নুল আবেদীন ও শিক্ষা কমিটির সদস্য আজগর আলী মাষ্টার, শহিদুল্লাহ ও আমঝুপি সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম।
অভিযাত্রা প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সহ এ সভার বিস্তারিত কর্মসুচী তুলে ধরেন প্রজেক্ট অফিসার সাদ আহাম্মদ। মতবিনিময় সভায় আমঝুপি ইউনিয়নে প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপন, ফুলের বাগান তৈরী নিয়মিত দেওয়াল পত্রিকা প্রকাশ সহ বিদ্যালয়ের পরিবেশ শিশুবান্ধব করতে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়।
মেহেরপুরে স্থানীয় শিক্ষা প্রশাসনের সাথে শিক্ষা উন্নয়ন কমিটির সদস্যদের মতবিনিময় সভা
Tag: Zilla News
No comments: