
রণবীর সিং এখন দীপিকার সঙ্গে প্রেমের গুঞ্জনে সরব আছেন। এবার বিমানের মধ্যে নেচে আলোচনায় এলেন তিনি।
জানা গেছে, শুটিং শেষ করে হায়দরাবাদ থেকে মুম্বাই ফিরছিলেন রণবীর। দক্ষিণের রাজ্য থেকে মুম্বাই ফেরার পথে বিমানেই নাচলেন তিনি।
সম্প্রতি রণবীর সিং-এর ফ্যান পেজে ওই ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায়, রণবীর বিমানের সহযাত্রীদের সঙ্গে বেশ মজা করছেন। এ সময় বিমানের মধ্যেই এক যাত্রীর সঙ্গে নাচতে দেখা যায় তাকে। ‘সিম্বা’-এর নায়কের সঙ্গে পরিচালক রোহিত শেঠিও ছিলেন।
সম্প্রতি ‘সিম্বা’ সিনেমার শুটিং শুরু করেছেন রণবীর। সিনেমায় রণবীরের সঙ্গে আছেন হালের ক্রেজ সারা আলি খান। সিনেমাটি প্রযোজনা করছেন করণ জোহর।
মাঝে গুঞ্জন শোনা যায়, আগামী ১০ নভেম্বর নাকি গাঁটছড়া বাঁধছেন দীপিকা-রণবীর। ভারতের একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ইতালির কোনও বিলাসবহুল হোটেলে কিংবা বেঙ্গালুরুর কোনও পাঁচতারা হোটেলে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই দুই তারকা।
পাশাপাশি রাজস্থানের উদয়পুর প্যালেসেও তাদের বিয়ের আসর বসতে পারে বলে শোনা যায়। কিন্তু বেশ কিছু সমস্যার জন্য রাজবাড়িতে নাকি বিয়ের অনুষ্ঠান না করে দিয়েছেন বলিউডের আলোচিত তারকা জুটি। তবে আপাতত বিয়ের আলোচনায় খানিকটা ছেদ পড়েছে। এখন রণবীর-দীপিকা দুজনেই কাজ নিয়ে ব্যস্ত আছেন।
বিমানে চলমান অবস্থায় নাচলেন রণবীর
Tag: Entertainment
No comments: