
প্রায় এক বছর ধরে ম্যাজিস্ট্রেট সংকটে আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ। নগরীর প্রায় সব মেগা প্রকল্পের কাজ পাওয়া এই সংস্থাটিতে ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত অভিযানও হচ্ছে না। তবে শিগগিরই সংকট কাটবে বলে জানালেন সংস্থার চেয়ারম্যান।
চট্টগ্রাম নগরীতে ভবন বা স্থাপনার অনুমোদন দেয়া ও নগর উন্নয়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি কাজ করে আসছিল সিডিএ। এরই মধ্যে ফ্লাইওভার, জলাবদ্ধতা নিরসনসহ বেশ কিছু মেগা প্রকল্পের কাজের দায়িত্বও দেয়া হয়েছে সংস্থাটিক।
আর এসব কাজের একটি বড় অংশ উচ্ছেদ অভিযান। এরই মধ্যে খালের পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের কাজ শুরু করেছে সংস্থাটি। এছাড়া নিয়মিত অভিযানও বন্ধ। গেল বছরের সেপ্টেম্বরের পর থেকে ম্যাজিস্ট্রেট না থাকায় থমকে আছে অনেক কাজ।
তবে সংকট কাটাতে শিগগিরই উদ্যোগের কথা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান।
এর আগেও বিভিন্ন সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হলেও কয়েক মাসের মধ্যেই তাদেরও অন্য জায়গায় বদলি করা হয়।
ম্যাজিস্ট্রেট সংকটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
Tag: others
No comments: