বিএনপি সহিংসতা করলে পরিণতি ভালো হবে না'--খাদ্যমন্ত্রী
বিএনপি আন্দোলনের নামে কোনো সহিংসতা করলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার বিকেলে সাভারের আমিন বাজারে ইউনিয়ন কর্মী সভায় বক্তব্য রাখেন তিনি। এসময় জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগ কারো সঙ্গে সমঝোতা করে না। বিএনপি নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
খাদ্যমন্ত্রী আরো বলেন, 'দেশের স্বার্থে জঙ্গিবাদ ও মাদক ব্যবসায়ীদের আওয়ামীলীগ নির্মূল করছে। তরুণ সমাজকে বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে আওয়ামী লীগের লড়াই, শেখ হাসিনার লড়াই। যারা এই জঙ্গিবাদ ও মাদক নির্মূলের বিপক্ষে আগামী নির্বাচনে তাদের বিরুদ্ধে গণরায় সৃষ্টি করতে হবে। মানুষ তাদের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য প্রস্তুত।'
'খালেদা জিয়া জেলে রয়েছে, মানুষের মনে কোনো প্রতিক্রিয়া নেই। শুধুমাত্র টেলিভিশন ও পত্রিকায় এর প্রতিক্রিয়া দেখি আমরা। সাধারণ মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। বিএনপির আন্দোলনে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ নেই। মানুষ শান্তি চায়, সুন্দর পরিবেশ চায়, মানুষ সুন্দর স্বপ্ন বাস্তবায়ন করতে চায়।'
বিএনপি সহিংসতা করলে পরিণতি ভালো হবে না'--খাদ্যমন্ত্রী
Tag: others
No comments: