টানা একমাস জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনের পর অনশন স্থগিত করলেন ননএমপিওভুক্ত শিক্ষকরা
অনশন ভেঙে শিক্ষকদের আন্দোলন স্থগিত
টানা একমাস জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনের পর অনশন স্থগিত করলেন ননএমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১১ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী পানি পান করিয়ে শিক্ষকদের অনশন ভাঙান।
‘আপনাদের সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয় একটি উপায় বের করবে, যাতে দ্রুত এমপিওভুক্তিকরণ করা সম্ভব হয়। আপনারা শিক্ষার্থীদের কথা ভাবুন, দেশের মানুষের কথা ভাবুন। আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করছি।’
এ সময় উপস্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা মানুষের কথা ভাবেন। আপনাদের যৌক্তিক দাবি ধাপে ধাপে বাস্তবায়ন হবে। আপনারা শিক্ষার্থীদের কথা ও সাধারণ মানুষের কথা চিন্তা করে অনশন ভেঙে পাঠদানে মনোযোগ দিন। দ্রুত আপনাদের দাবি বাস্তবায়ন হবে।’
এমপিওভুক্তির দাবিতে গত এক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ননএমপিও শিক্ষক-কর্মচারীরা। প্রতিদিনের মতো বুধবার অর্থাৎ আন্দোলনের ১৭তম দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে বসে আমরণ অনশন পালন করেন তারা।

No comments: