Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সুপ্রিম কোর্ট ক্ষোভ-- যোগী সরকার তাজমহল ভেঙে দিন, না হলে পুনরুদ্ধার করুন





 





 
   তাজমহলের সুরক্ষায় ব্যবস্থা নিতে অলসতা দেখাচ্ছে কেন্দ্র। পাশাপাশি অজুহাত দেখানো হচ্ছে। বুধবার কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ সরকারকে একযোগে তীব্র ভর্ৎসনা করে বললেন বিচারপতি মদন বি লোকুর এবং বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে মধ্যযুগের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাঠামো সংরক্ষণের বিষয়টি এক আশাহীন লক্ষ্য হয়ে উঠেছে বলেও তির্যক মন্তব্য করেছে শীর্ষ আদালত। পাশাপাশি তাজমহলের সংরক্ষণ, সুরক্ষায় ভিশন ডকুমেন্ট পেশ করতে না পারায় উত্তরপ্রদেশ সরকারেরও প্রতিও তীব্র উষ্মাপ্রকাশ করেছেন বিচারপতিরা। তাঁরা বলেছেন, তাজমহল রক্ষায় সংসদীয় স্ট্যান্ডিং কমিটি রিপোর্ট দিলেও সরকার কোনও সুস্পষ্ট পদক্ষেপ করেনি। বিচারপতিরা নিজেদের ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘‌হয় আমরা তাজমহল বন্ধ করে দিই বা আপনারা ভেঙে ফেলুন নাহলে তা সংরক্ষণ করুন।’‌
কেন্দ্রের পক্ষ থেকে বেঞ্চকে জানানো হয়, আইআইটি কানপুর তাজমহলের ভিতরে ও আশপাশের বায়ু দূষণের স্তর পরীক্ষা করছে। চার মাসে রিপোর্ট দেবে তারা। বায়ু দূষণের উৎসও খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। যারা তা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ সুপারিশ করবে। তাজমহলকে বাঁচাতে কী কী ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়েছে এবং আর কী করা দরকার তা বিস্তারিত জানাতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে বেঞ্চ। আগামী ৩১ জুলাই থেকে তাজমহলের সুরক্ষার বিষয়টি নিয়ে দৈনিক ভিত্তিতে শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
 










 সুপ্রিম কোর্ট     ক্ষোভে যোগী সরকার : তাজমহল ভেঙে দিন, না হলে পুনরুদ্ধার করুন
এই ঐতিহাসিক সৌধের তাত্পর্য ব্যাখ্যা করতে গিয়ে এদিন আদালত বলে, একা তাজমহলই দেশের বৈদেশিক মুদ্রাভান্ডারের সমস্যা মেটাতে পারে। এছাড়া, আইফেল টাওয়ারের তুলনায় তাজমহল যে অনেক বেশি সুন্দর সে কথাও উল্লেখ করেন বিচারপতিরা।


  তাজমহলের রক্ষণাবেক্ষণ নিয়ে বুধবার চরম ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধের রক্ষণাবেক্ষণ ইদানিং 'হোপলেস কজ' হয়ে দাঁড়িয়েছে বলে খেদ প্রকাশ করে আদালত। এরপরই বিরক্ত আদালত বলে, "হয় আপনারা এটি (তাজমহল) ধ্বংস বা বন্ধ করে দিন, নতুবা পুনরুদ্ধার করুন"।

মোগল আমলের এই ঐতিহাসিক সৌধের তাত্পর্য ব্যাখ্যা করতে গিয়ে এদিন আদালত বলে, একা তাজমহলই দেশের বৈদেশিক মুদ্রাভান্ডারের সমস্যা মেটাতে পারে। এছাড়া, আইফেল টাওয়ারের তুলনায় তাজমহল যে অনেক বেশি সুন্দর সে কথাও উল্লেখ করেন বিচারপতিরা। এদিন কার্যত বিচারপতিদের নিশানায় ছিল উত্তরপ্রদেশে সরকারের পরিবেশ ও বন দফতর। এ বিষয়ে একটি সংসদীয় কমিটির রিপোর্টকে অগ্রাহ্য করা হয়েছে বলেও যোগী সরকারের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছে আদালত।

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, দূষণের উত্স খুঁজে বের করতে একটি বিশেষজ্ঞ কমিটি নিয়োগের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। উল্লেখ্য, আগ্রা শহরটি বর্তমানে বাণিজ্যিক এলাকার অন্তর্গত। বিগত তিন দশকে এই এলাকার দূষণও মারাত্মক হারে বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এ ২০১৮ সালের রিপোর্ট অনুসারে দূষিততং শহরগুলির মধ্যে অষ্টম স্থানে আগ্রা। আরও পড়ুন- সংগঠন বাঁচাতে এবার রামচন্দ্রের শরণে কেরল সিপিএম


প্রসঙ্গত, সাম্প্রতিককালে তাজমহলকে উত্তরপ্রদেশের ভ্রমণ মানচিত্র থেকে বাদ দেওয়ায় বিতর্কের সম্মুখীন হয়েছে যোগী সরকার। সেই প্রেক্ষিতে আদালতের এদিনের ক্ষোভ প্রকাশ যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply