
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা হিসেব নিকেশে ব্যস্ত ঢাকা-৩ আসনের রাজনৈতিক অঙ্গন। ইতোমধ্যে নানা কৌশলে নিজেদের সম্পর্কে জানান দিতে শুরু করেছেন প্রধান দুই রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। ভোটাররা বলছেন, আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ করবেন, এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা।
রাজধানীর একেবারে কোল ঘেঁষে বুড়িগঙ্গার তীরে ঢাকা তিন আসন। কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা আর শুভাঢ্যা নিয়ে গঠিত এই আসনে রয়েছে নানা সমস্যা। বাসিন্দাদের অভিযোগ, অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় এখানকার অপ্রশস্ত রাস্তাঘাট। রয়েছে গ্যাসের তীব্র সংকট।
তাদের চাওয়া, আগামী নির্বাচনে যে প্রার্থীই জয়ী হবেন, গণ মানুষের সমস্যা সমাধানে পাশে থাকবেন তিনি।
পরিসংখ্যান বলছে, ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত এ আসনটির একচ্ছত্র আধিপত্য ছিল বিএনপির হেভিওয়েট প্রার্থী আমানুল্লাহ আমানের। পরবর্তীতে ২০০৮ এর নির্বাচনে আসনটি ছিনিয়ে নেয় আওয়ামী লীগের নসরুল হামিদ বিপু। আর গত ৫ই জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো নির্বাচিত হন তিনি। উন্নয়নের ধারাবাহিকতার কারণেই জনগণ আবারো নৌকাকে জয়ী করবে বলে বিশ্বাস এখানকার নেতৃবৃন্দের।
এদিকে, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি প্রার্থীর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দলের তৃনমূল।
প্রধান দুই রাজনৈতিক দল ছাড়াও নির্বাচনকে ঘিরে এ আসনে তৎপর অন্যান্য দলগুলো।
উন্নয়নের ধারাবাহিকতায় আবারো জয়ের আশা আ.লীগের
Tag: others
No comments: