
শিরোপা ধরে রাখার মিশনে সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ৬ আগস্ট ভুটান যাবে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের শিরোপা জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এ আসরেও ইতিবাচক কিছু করার প্রত্যয় ফুটবলারদের কণ্ঠে। আর কোচের মতে, শক্তিশালী দলগুলো থাকায় টুর্নামেন্টে ভাল কিছু করতে হলে ফুটবলারদের খেলতে হবে নিজেদের সেরাটা।
দেশের ফুটবলে আশা ভরসা এখন নারী ফুটবলারদের ঘিরে। পুরুষরা যখন হতাশ করেছে তখন শিরোপা এনে দিয়েছে এই কিশোরীরা।
গেলো বছর সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে মারিয়া তহুরারা। বছর ঘুরে আবারো শুরু হতে যাচ্ছে সাফের বয়স ভিত্তিক টুর্নামেন্ট। এছাড়াও বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট মেয়েদের সামনে। তবে গুরুত্বের সবটুকু এখন সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপকে ঘিরে। তাই অনুশীলনে ব্যস্ত আখি সানজিদারা।
গতবার ঘরের মাঠে টুর্নামেন্ট হলেও এবার চ্যালেঞ্জটা দেশের বাইরে। তবে, প্রথমবারের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আবারো শিরোপা ঘরে তুলতে প্রত্যয়ী কিশোরীরা।
আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সবগুলো দেশই অংশ নিচ্ছে সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপে। যেখানে রয়েছে ভারত, পাকিস্তান স্বাগতিক ভুটানের মতো শক্ত প্রতিপক্ষ। তাই কোচের মতে, ভালো কিছু করতে হলে ফুটবলারদের খেলতে হবে নিজেদের সেরা ফুটবল।
টুর্নামেন্টে অংশ নিতে ৬ আগস্ট ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দল।
সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটান যাচ্ছে ফুটবলাররা
Tag: games
No comments: