
টি-টোয়েন্টি সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রাখার মিশনে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ট্রেন্ট ব্রিজে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
ইংল্যান্ড সফরটা দারুণ কাটছে ভারতের। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১'এ জয় পেয়েছে বিরাট কোহলির দল। এদিকে, ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় এই ওয়ানডে সিরিজটি ভারতের বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মঞ্চ। তবে, ব্যাটিং অর্ডার নিয়ে মধুর সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল দুর্দান্ত ফর্মে থাকায়, ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে চারে খেলতে হবে কোহলির। এছাড়া, সবশেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মার পাশাপাশি ধোনি, রায়না, হার্দিক পান্ডিয়াদের নিয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভারতের।
অন্যদিকে বাটলার, জেসন রয়, হেলস, মরগান, স্টোকসদের নিয়ে ইংল্যান্ডেরও আছে সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ। সর্বশেষ ৬৯ ম্যাচের ৪৬টিতেই জয় আছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটির।
তবে ইংলিশরা সবশেষ ওয়ানডে সিরিজ হেরেছে ভারতের বিপক্ষেই। যদিও ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করার রেকর্ডটা তরতাজা থ্রি লায়নদের।
প্রথম ওয়ানডেতে আজ নামছে ভারত-ইংল্যান্ড
Tag: games
No comments: