Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বিমান দুর্ঘটনায় আশ্চর্যজনক ভাবে রক্ষা বারো বছরের ছেলের





বিমান দুর্ঘটনায় আশ্চর্যজনক ভাবে রক্ষা বারো বছরের ছেলের


পোর্ট মর্সবি : লাইট কমার্শিয়াল প্লেন ভেঙে মৃত্যু হল ৮ যাত্রীর৷ কিন্তু আশ্চর্যজনক ভাবে পরিত্রাণ পেয়েছে ১২ বছরের এক বালক৷ পাপুয়া নিউগিনি সীমান্তে পেগুনুনগন বিংটাং এলাকার ঘটনা৷ স্থানীয় প্রশাসন জানিয়েছে অক্সিভিল বিমানবন্দরের খুব কাছে ভেঙে পড়ে বিমানটি৷ এক পার্বত্য এলাকায় ভেঙে পড়ায় উদ্ধার কাজে সমস্যা হয়৷ সেখানেই দেখা যায় এক ১২ বছরের ছেলে বেঁচে রয়েছে৷

সুইশ পিসি-৬ পোর্টার সিঙ্গল ইঞ্জিন

প্লেনটি ডিমোনিন বিমান সংস্থার অধীনে কাজ করত৷ শনিবার উড়ানের কিছুক্ষণ পর থেকেই বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি৷ অক্সিভিলের তানা মেরাহ থেকে উড়ান শুরু করেছিল বিমানটি৷ ৪৫ মিনিট পরেই অবতরণের কথা ছিল তার৷

কর্ণেল জোনাথন বিনসার জানিয়েছেন জুমাইদি নামে ওই বালক একাই বেঁচে ফেরা যাত্রী৷ বাকি আটজনের মৃতদেহ মিলেছে৷ আহত অবস্থায় জুমাইদিকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ চোট গুরুতর হওয়ায়, তার বয়ান নেওয়া এখনও সম্ভব হয়নি বলে জানাচ্ছে সেনা৷ তবে তার জবানবন্দী নেওয়া হবে বলে সূত্রের খবর৷ বিমানটি দুজন পাইলট ও সাত জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল৷ তারপর থেকেই কোনও হদিশ মেলেনি বিমানের৷ নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলে মনে করছেন তদন্তকারীরা৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply