Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সোমালিয়ারহোটেলে ঢুকে পড়ল জঙ্গিরা, আত্মঘাতী বোমা বিস্ফোরণ আর গুলিতে নিহত ২৬




হোটেলে ঢুকে পড়ল জঙ্গিরা, আত্মঘাতী বোমা বিস্ফোরণ আর গুলিতে নিহত ২৬ মোগাদিশু: ফের জঙ্গি হামলা৷ শুক্রবার দক্ষিণ

একটি হোটেলে ঢুকে পড়ে একদল জঙ্গি৷ আত্মঘাতী বোমা বিস্ফোরণের পাশাপাশি একের পর এক গুলি চলতে থাকে৷ এই হামলাতেই প্রাণ গিয়েছে অনেকের, সাংবাদিক থেকে রাজনীতিবিদ, নিহতের তালিকায় এখনও পর্যন্ত ২৬ জন রয়েছে বলে জানা গিয়েছে৷ তবে আধিকারিক সূত্রে কোনও সংখ্যা এখনও জানা যায়নি৷ নিরাপত্তা আধইকারিক আবদি ধুহুল সংবাদ সংস্থা এএফপি-কে জানান, সাতজনের মৃত্যু হেয়ছে, এর মধ্যে প্রাক্তন মন্ত্রী এবং বিধায়কও রয়েছেন৷ এদিকে একটি বিবৃতিতে সোমালি সাংবাদিক সিন্ডিকেট জানিয়েছে, নিহতদের তালিকায় দুই সাংবাদিক রয়েছেন৷ পড়ুন: চাইল্ড পর্ণোগ্রাফির নয়া সংজ্ঞা দিল মোদী সরকারের আরও এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, কয়েকজন বন্দুকবাজ জোর করে হোটেলে ঢুকে পড়ে এবং তারপরেই গুলি করতে শুরু করে৷ নিরাপত্তা আধিকারিকরাও পাল্টা দিতে শুরু করে৷ চলতে থাকে গুলির লড়াই৷ শুক্রবারই, আফগানিস্তানেও আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে৷ প্রাণ যায় ৫ জনের৷ এদিন পূর্ব আফগানিস্তানে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে এই ঘটনা ঘটে৷ জানা যায়, ঘটনাস্থলটি পাক সীমান্তের কাছেই৷ নানগারহার গভর্ণরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগইয়ানি এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, শুক্রবার সকাল ৮টা নাগাদ পাচিরাগামে এই বিস্ফোরণ হয়৷ ৫ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ৪০-এরও বেশি৷ পড়ুন: ইরান নিয়ে আমেরিকার সঙ্গে চরম মতপার্থক্য রাশিয়ার পাচিরাগামের ডিস্ট্রিক্ট গভর্ণর হজরত খান খাসকর জানান, মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে৷ এবং আহতের সংখ্যা ১৪৷ তবে তিনি এও জানিয়েছেন, সংখ্যার হেরফের হতে পারে৷ নানগারহারের একটি হাসপাতালের পক্ষ থেকে জাহির আদিল নামে এক ব্যক্তি জানান, ২ টি মৃতদেহ এবং ১১ জন আহতকে হাসপাতালে নিয়ে আসা হয়৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply