Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » লারাকে টপকে ক্যারিবীয়দের চূড়ায় গেইল




ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৫৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ভারত। হারা ম্যাচে ২৪ বলে ১১ রানের স্বভাববিরুদ্ধ এক ইনিংস খেলেছেন ক্রিস গেইল। তাতেই পৌঁছে গেছেন অনন্য দুই মাইলফলকে। ছাড়িয়ে গেছেন লারাকে। পোর্ট অব স্পেনে রোববার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলক ছুঁয়েছেন গেইল। ছাড়িয়ে গেছেন ত্রিনিদাদের বরপুত্র ব্রায়ান চার্লস লারাকে। কিংবদন্তি এ সাবেক বাঁহাতিকে ওয়ানডে ম্যাচের সংখ্যাতেও টপকে গেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা গেইল। এদিন উইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০তম ওয়ানডে খেলতে নেমেছিলেন ৩৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান গেইল। যদিও ক্যারিবীয় জার্সিতে তিনশ ম্যাচ হয়নি, আইসিসি বিশ্ব একাদশের হয়ে ৩টি ম্যাচ আছে তার। লারাও ক্যারিয়ারের ২৯৯টি ওয়ানডের ৪টি খেলেছিলেন বিশ্ব একাদশের হয়ে। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডে লারাকে টপকাতে এদিন গেইলের লাগত ৬ রান। ইনিংসের নবম ওভারে পেসার খলিলের বল আলতো করে থার্ডম্যানে ঠেলে দিয়ে চূড়ায় উঠে বসেন তিনি। উইন্ডিজের হয়ে গেইলের নামের পাশে এখন ১০,৩৫৩ ওয়ানডে রান। লারা অবসরে গেছেন ১০,৩৪৮ রান নিয়ে। আর আইসিসি বিশ্ব একাদশের হয়ে রান যোগ করলে ক্যারিবীয় হিসেবে গেইলের সর্বোচ্চ রানের রেকর্ডটি ১০,৪০৮ রানের। লারার নামের পাশে আছে ১০,৪০৫ রান। এ দুজনের ছাড়া উইন্ডিজের হয়ে দশ হাজার রান নেই আর কারোই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply