Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » পাকিস্তানের বিভিন্ন শহরে ডিজেল ও পেট্রোলের চেয়েও দুধ বেশি দামে বিক্রি





পবিত্র আশুরা উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন শহরে ডিজেল ও পেট্রোলের চেয়েও দুধ বেশি দামে বিক্রি হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, করাচি ও সিন্ধু প্রদেশে লিটারপ্রতি দুধের দাম গিয়ে ঠেকেছে ১৪০ রুপি পর্যন্ত। সে ক্ষেত্রে জ্বালানি তেলের দাম দুধের তুলনায় অনেকটাই কম। পেট্রলের দাম লিটারপ্রতি ১১৩ রুপি ও ডিজেলের দাম ৯১ রুপি প্রতি লিটার।
মহররমের সময় পাকিস্তানের বিভিন্ন জায়গায় দুধ ও ফলের রসের অস্থায়ী দোকান বসে। ওইসব পানীয় তুলে দেওয়া হয় মহররমের মিছিলে হাঁটা মানুষের হাতে। এ সময়ে দুধের চাহিদা তুঙ্গে উঠে যায়। দামও বেড়ে যায় অনেক। করাচি ও সিন্ধু প্রদেশে দুধের দাম কোথাও ১২০ রুপি, আবার কোথাও ১৪০ রুপি প্রতি লিটার।
করাচির এক দোকানদার সংবাদমাধ্যমে বলেন, ‘প্রতি বছরই মহররম উপলক্ষে স্টল দেই। এবার দুধের দাম বেড়েছে, তবুও স্টল দিচ্ছি।’
আকাশছোঁয়া দুধের দাম প্রসঙ্গে করাচির কমিশনার ইফতিকার শালওয়ানি বলেন, ‘দাম নিয়ন্ত্রণের ভার যাঁদের হাতে তাঁরা কিছুই করছেন না। সরকারি দাম অনুযায়ী লিটারপ্রতি দুধের দাম ধার্য করা হয়েছে ৯৪ রুপি। তারপরও দাম ওই জায়গায় গিয়ে পৌঁছেছে।&






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply