সুপ্রিম কোর্টের রায়ের পর আর আস্থাভোটের মুখোমুখি হতে চাননি দেবেন্দ্র ফডণবীস। পদত্যাগ করে মঙ্গলবারই মহারাষ্ট্রে সরকার গঠনের নাটকে ইতি টেনেছেন। তাঁর আগেই পদ ছাড়েন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মঙ্গলবার পাঁচটার আগে আস্থাভোটে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেয় শীর্ষ আদালত।
আরও পড়ুন-সমঝোতা করতে হচ্ছে, বাংলায় চ্যালেঞ্জের মুখে কাজ করছি: রাজ্যপাল
ফডণবীস পদত্যাগ করার পর এবার সরকার গঠন করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পালা শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটের। পূর্বঘোষণা মতো মহারাষ্ট্রের পরবর্তি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট ‘মহারাষ্ট্র বিকাশ আগাড়ী’-র নেতা হিসেবে উদ্ধব ঠাকরে শপথ নেবেন বৃহস্পতিবার। এদিন বিকেল ৫টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে মুম্বইয়ের শিবাজী পার্কে।
নাটক শেষ, বৃহস্পতিবার মহারাষ্ট্রে জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন উদ্ধব ঠাকরে
Tag: world

No comments: