Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেকআপ করে আর কতদিন বয়স লুকোবেন? 'বুড়ি' বলে আক্রমণ মালাইকাকে




২৩ অক্টোবর ৪৬-এ পড়েন বলিউডের ছইয়া ছইয়া গার্ল। জন্মদিনে কাছের বন্ধুদের নিয়ে রাতভর পার্টি করেন মালাইকা অরোরা। যা পেজ থ্রি-র পাতায় উঠে আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। কিন্তু বলিউডের অন্যতম ফ্যাশনিস্তা মালাইকা অরোরাকে এবার পড়তে হল জোর সমালোচনার মুখে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন মালাইকা অরোরা। ওই ছবি শেয়ারের পরই জোর আক্রমণের মুখে পড়তে হয় মালাইকাকে। বলিউড অভিনেত্রী যতই মেকআপ করুন না কেন, মুখের বলিরেখা কোনওভাবে লুকোতে পারবেন না তিনি। কেউ কেউ বলতে শুরু করেন, মেকআপ করে আর কতদিন পর্যন্ত নিজেকে কম বয়সী প্রমাণ করবেন মালাইকা। কেউ কেউ আবার বলতে শুরু করেন, মালাইকা মেকআপের একটি আস্ত বাক্স। তাই হাজার চেষ্টা করেও নিজের বয়স তিনি কোনওভাবে লুকোতে পারবেন না। ওই ছবি দেখে কেউ মালাইকাকে বুড়ি বলে সম্মোধন করতে শুরু করেন, আবার কেউ বলতে শুরু করেন, জিম করে রোগা হয়েছেন ঠিকই। কিন্তু আপনার মুখের ভিতর থেকে দাঁত বাইরে চলে আসে। তাই মেকআপ করেও নিজের বয়স আপনি লুকিয়ে রাখতে পারবেন না। তবে সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি মালাইকা অরোরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply