সৌদি থেকে দেশে ফেরার আকুতি জানানো গৃহকর্মী উদ্ধার
পরারাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ নেয়ার পর সৌদি আরবের নাজরান এলাকার একটি বাড়ি থেকে গৃহকর্মী হুসনে আরাকে উদ্ধার করা হয়েছে। ওই বাড়ি থেকে ভিডিও বার্তায় দেশে ফেরার আকুতি জানিয়েছিলেন তিনি। হুসনে আরা এখন জেদ্দা থেকে হাজার কিলোমিটার দূরের নাজরান এলাকার পুলিশ হেফাজতে রয়েছেন।
সৌদিতে গিয়ে নির্যাতনের শিকার হুসনে আরার ভিডিও প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সোমবার বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নজরে আসে। এরপর সৌদিতে সংশ্লিষ্ট দূতাবাসকে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি। ওই নারীর পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে জেদ্দা দূতাবাস।
এর আগে পঞ্চগড়ের সুমি আক্তারও সৌদি আরবের নাজরান এলাকায় নির্যাতনের শিকার হয়ে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে আনার আকুতি জানিয়ে ভিডিও প্রকাশ করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপে গেল ১৫ নভেম্বর তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
Tag: Featured

No comments: