সেনাপ্রধান মিয়ানমার সফরে গেলে আমাদের জন্য মঙ্গল হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ মিয়ানমার সফরে গেলে আমাদের জন্য মঙ্গল হবে। এর ফলে আরেকটি 'লাইন অব নেগোসিয়েশন' চালু হবে। বুধবার (২৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'মিয়ানমার আমাদের শত্রু দেশ নয়, বন্ধু দেশ। আমরা আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে চাই। আমরা বিভিন্ন কর্মপন্থা ও দূতিয়ালি করে যাচ্ছি, যাতে করে রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যায়। মিয়ানমার সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অবস্থায় আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সে দেশে গেলে আমাদের জন্য মঙ্গল হবে। এর ফলে আরেকটি লাইন অব নেগোসিয়েশন চালু হবে। আমরা এটাকে সাধুবাদ জানাই।'
তিনি বলেন, 'মিয়ানমার বারবার মিথ্যা বলছে। কারণ, তারা চমক দেখাতে চায়। জার্মানরা মনে করতো, ১০টি মিথ্যা কথা বললে সেটা সত্য বলে প্রমাণিত হবে। মিয়ানমারও মনে হয় একই মনোভাব পোষণ করে। তারা (মিয়ানমার) প্রস্তুত, কিন্তু বাংলাদেশ রোহিঙ্গাদের যেতে দিচ্ছে না। চিন্তা করেন, কেমন ডাহা মিথ্যা কথা। এটি একটি অস্থায়ী ব্যবস্থা। আমরা জোর করে সেখানে কাউকে পাঠাবো না।
No comments: