ডেথ রেফারেন্স এলে রায় বহালে চেষ্টা করবো: অ্যাটর্নি জেনারেল
হলি আর্টিজানে হামলায় দায়ের করা মামলায় রায়ের ডেথ রেফারেন্স হাইকোর্টে এলে রায় বহালে চেষ্টা করবো। বুধবার (২৭ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে রায় নিয়ে একথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, হলি আর্টিজানে হামলায় দায়ের করা মামলায় রায়ের পরে ডেথ রেফারেন্স হিসেবে মামলাটি হাইকোর্টে আসবে। তখন আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মামলাটি পরিচালনার চেষ্টা করব। যাতে জঙ্গিবাদের ব্যাপারে আদালত যে রায় দিয়েছেন সে রায়টি বহাল থাকে।
তিনি বলেন, হামলার ওই ঘটনা আমাদের দেশের ভাবমূর্তি অনেকটা ম্লান করেছিল। এ রায়ের ফলে আমাদের সে ভাবমূর্তি, আমাদের দেশে আইনের শাসন এবং জঙ্গিবাদ নির্মূলে আমাদের সরকারের যে তৎপরতা, এটাই প্রমাণিত হয়েছে।
প্রসঙ্গত, তিন বছর আগে গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার সাত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর একজনকে খালাস দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন র্যাশ, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আব্দুল সবুর খান, শরিফুল ইসলাম খালেক ও মামুনুর রশীদ রিপন। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। ২ জুলাই সকালে সেনা কমান্ডোদের 'থান্ডার বোল্ট' অপারেশনে উদ্ধার অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর একজন পাচক নিহত হন।
No comments: