Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মুজিবনগর কৃষি অফিসের প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান




হেরপুরের মুজিবনগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থবছরে ভুট্টা, সরিষা, পিয়াজ, শীতকালীন মুগ এবং গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওসমান গনি প্রধান হিসেবে উপস্থিত থাকে কৃষকদের হাতে এ সব উপকরন তুলে দিয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন। মুজিবনগর উপজেলায় মোট ২ হাজার ৪শ ৫০ কৃষকের মধ্যে ১৫৪০ জনকে ২ কেজি করে ভুট্টা বীজ, কুড়ি কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার। ৫শ জন কৃষককে সরিষা বীজ, ২০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি, ১শ কৃষক মধ্যে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি, ১০কেজি করে এমওপি সার এবং ১৭০ জন চাষীকে শীতকালীন মুগডালের বীজ, সাথে ১০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার প্রদান করা হয়। এ সময় মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, সমাজসেবা অফিসার আব্দুর রউফ, মৎস্য অফিসার শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply