রোহিঙ্গাদের কারণে হুমকির মুখে বাংলাদেশের পরিবেশ: প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের পরিবেশ হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেনের মাদ্রিদে ক্লাইমেট ভালনারেবল ফোরামের আলোচনায় তিনি এ কথা জানান। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
কনফারেন্স অব দা পার্টিজ কপ ২৫ এর প্রেসিডেন্ট নাম ঘোষণার মধ্য দিয়ে স্পেনের মাদ্রিদে শুরু হয় জাতিসংঘের জলবাযু সম্মেলন। এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।
শেখ হাসিনা বলেন, মিয়ানমার থেকে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এরফলে পরিবেশ ধ্বংসের সম্মুখীন।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন প্রত্যেক দেশের অস্তিত্বের জন্য হুমকি। এ জন্য দায়ী দেশগুলোর নিষ্ক্রিয়তার জন্য জবাবদিহি করতে হবে।
সম্মেলনে জলবায়ু পরিবর্তনের জন্য যেসব মানুষ বাস্তুচ্যূত হয়েছে তাদের জন্য প্রয়োজনীয় ফ্রেমওয়ার্ক তৈরি করার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। আর এ জন্য আলোচনা শুরু করার জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
পরিবেশের ক্ষতি রোধে প্যারিস চুক্তিসহ অন্যান্য আন্তর্জাতিক চুক্তি ও সনদ বাস্তবায়নের তাগিদ দেন শেখ হাসিনা।
এরআগে মাদ্রিদে বাংলাদেশি প্রবাসীদের দেয়া এক সংবর্ধনায় তিনি বলেন, স্বচ্ছ সমাজ গঠনে দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জানান, সমাজের অসুস্থতা দূর করার উদ্যোগ নিয়েছে তার সরকার।
এর আগে মাদ্রিদ জলবায়ু সম্মেলনে অংশ নিতে ৩ দিনের সফরে স্পেনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ অংশ নেবেন কপ-টোয়েন্টিফাইভ ওয়ার্কিং সেশনে। সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা ও রানীর সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

No comments: