
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান,
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া।
অনুষ্ঠানে মূল প্রতিবাদের ওপর আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান। প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হিরা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে এম শাহীন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার পরিদর্শক ইসাহাক আলী, গাংনী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন প্রমুখ। প্রস্তুতি সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।
No comments: