মেহেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ
মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সদর উপজেলা পর্যায়ে ৪৯ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বালক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মমিনুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আহাম্মদ।
এর আগে সেখানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, প্রধান শিক্ষক মিয়ারুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, আবুল কাশেম, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag: Zilla News
No comments: