আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিকের খেলোয়াড়দের তালিকা প্রকাশ
জনপ্রিয়তায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আকাশ ছুঁয়েছে। সব দেশের প্লেয়ার এখানে খেলতে উন্মুখ থাকে। আইপিএলের ১৩তম আসরের জন্য সর্বোচ্চ পারিশ্রমিকের ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আইপিএলে ১৩তম আসরের জন্য ড্রাফটে উঠবে সর্বমোট ৯৭১ জন ক্রিকেটার। যার মধ্যে ভারতীয় খেলোয়াড় রয়েছে ৭১৩ জন, বিদেশি ২৫৮ জন।
এবারে আইপিএলের ১৩ তম আসরের জন্য নিলামে খেলোয়াড়দের মূল্য তালিকা নির্ধারণ করেছে আয়োজক কমিটি। সর্বোচ্চ পারশ্রমিক ধরা হয়েছে ২ কোটি রুপি। এ তালিকায় রয়েছে ৭ জন ক্রিকেটার। এরমধ্যে পাঁচজনই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। বাকি দু'জন হচ্ছেন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার।
২ কোটি রুপির খেলোয়াড়দের তালিকা:
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), জস হ্যাজলউড (অস্ট্রেলিয়া), ক্রিস লিওন (অস্ট্রেলিয়া) ডেল স্টেন (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা)।
আর দ্বিতীয় সর্বোচ্চ মূল পারিশ্রমিক দেড় কোটি রুপি। এই তালিকায় রয়েছেন ৮ ক্রিকেটার।
দেড় কোটি রুপির খেলোয়াড়দের তালিকা:
রবিন উথাপ্পা (ভারত), ইয়ন মরগান ইংল্যান্ড (ইংল্যান্ড) শন মার্শ (অস্ট্রেলিয়া), কেন রিচার্ডসন (অস্ট্রেলিয়া), জেসন রয় ইংল্যান্ড (ইংল্যান্ড), ক্রিস ওকস (ইংল্যান্ড), ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইলি (ইংল্যান্ড), কাইল অ্যাবট (দক্ষিণ আফ্রিকা)।
Tag: Advertisement games

No comments: