মোংলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
করেছে খুলনা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দিগরাজ কাপালির মেট এলাকার মাদক সম্রাট তারা বানুর বসত ঘর থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।
এসময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ঘরে তালা বন্ধ করে পালিয়ে যাওয়ার ফলে এর সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
অধিদপ্তরের খুলনা বিভাগের পরিদর্শক পারভীন আক্তার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালীর মেঠ এলাকার মৃত রুমী সরদারের স্ত্রী তারা বানুর বাড়িতে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে ঘরে তালা বন্ধ করে পালিয়ে যায়। পরে ঘরের তালা ভেঙে তল্লাশী চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মোংলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগের পরিদর্শক পারভীন আক্তার বাদী হয়ে রুমী সরদারের স্ত্রী তারা বানু (৫০) কে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
Tag: Zilla News

No comments: