ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর দাফন সম্পন্ন

হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে কুলাউড়ার নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ভাষা রক্ষা সংগ্রাম পরিষদের নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। পরে উছলাপাড়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনের একজন সংগ্রামী সৈনিক ছিলেন। ২১ ফেব্রুয়ারিতে যে সব ছাত্রনেতা ১৪৪ ধারা ভাঙতে চেয়েছিলেন তিনি তাদের অন্যতম।
রওশন আরা ১৭ ডিসেম্বর ১৯৩২ সালে সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ার উছলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এ এম আরেফ আলী এবং মায়ের নাম মনিরুন্নেসা খাতুন।
ভাষা আন্দোলনের সময় রওশন আরা বাচ্চু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি ইডেন মহিলা কলেজ এবং বাংলাবাজার বালিকা বিদ্যালয় এর ছাত্রীদের সংগঠিত করে আমতলার সমাবেশ স্থলে নিয়ে আসেন। এখান থেকেই ছাত্রনেতারা ১৪৪ ধারা ভঙ্গের ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তারা ব্যারিকেড টপকিয়ে মিছিল নিয়ে এগুনোর চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধার মুখে ব্যারিকেড টপকানো বেশ কঠিন ছিলো। রওশন আরা বাচ্চু তার দলের সবাইকে নিয়ে পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙ্গে ফেলেন। এরপর পুলিশ লাঠিচার্জ শুরু করে দেয়।
No comments: