আওয়ামী লীগের সম্মেলনস্থল পরিদর্শনে গিয়ে দলের সিনিয়র নেতারা জানান, মুজিব বর্ষের কারণে এবার জমকালো আয়োজন হবে না জাতীয় সম্মেলনে।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে মঞ্চের সাজসজ্জা পরিদর্শন করে এ কথা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও দলের জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবীর নানক।
আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের মূল মঞ্চ হবে নৌকার আদলে এবং সভাস্থল থাকবে পদ্মাসেতুর অবয়বে বলে জানান নেতারা।
পরে ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ করে বলেন, খালেদা জিয়ার জামিন না হলে বিএনপি আন্দোলন করবে কার বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে? জামিন দেয়ার এখতিয়ার তো আদালতের। জামিনের এখতিয়ার তো আর সরকারের না।
খালেদা জিয়ার জামিন না হলে বিএনপি আদালতের রায়ের বিরুদ্ধে যদি রাজপথে নামে, তাহলে সেটা আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেন হাছান।
আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সম্মেলন সব সময় শুধু আওয়ামী লীগের ক্ষেত্রেই নয়, দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্মেলনের মাধ্যমে নতুন রক্ত সঞ্চালিত হয়। নতুন নেতৃত্ব তৈরি হয়।
হাছান মাহমুদ বলেন, ১৯৬৬ সালে পূর্বপাকিস্তান আওয়ামী লীগের সম্মেলনের সংগীত ছিল ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ পরবর্তীতে এটা আমাদের জাতীয় সংগীত হয়েছে। আওয়ামী লীগের সম্মেলনে জাতিকে এগিয়ে নেয়ার জন্য, সমাজ পরিবর্তনের জন্য দিক নির্দেশনা থাকে।
আওয়ামী লীগ সম্মেলনে থাকছে না জমকালো আয়োজন
Tag: Featured

No comments: