সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে আসাদ বাহিনীর সামরিক অভিযানের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ করেছে কয়েকশ' মানুষ। শনিবার ইস্তাম্বুলের রুশ দূতাবাসের সামনে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
এসময় ইদলিব অভিযানে আসাদ বাহিনীকে রাশিয়ার সামরিক সহযোগিতার কঠোর সমালোচনা করেন বিক্ষোভকারীরা।
আসাদ সরকারকে সব ধরনের সহযোগিতা বন্ধে রাশিয়ার প্রতি দাবি জানান তারা।
ইদলিবে বেসামরিক নাগরিক হত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান আন্দোলনকারীরা।
চলতি বছরের আগস্ট থেকে বিদ্রোহীদের দখলে থাকা সবশেষ অঞ্চল ইদলিবে রুশ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে আসছে আসাদ বাহিনী।
চলতি মাসে ঐ অভিযান জোরদার করা হয়। অভিযানের মুখে গেল দুই সপ্তাহে ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছে বলে জানায় জাতিসংঘ
আসাদ বাহিনীর অভিযানের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ
Tag: world

No comments: