লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণাঞ্চলে আবারও অভিযান শুরু করেছে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনী।
শনিবারের (২৮ ডিসেম্বর) অভিযানে বেশ অগ্রগতি হয়েছে বলেও দাবি তাদের। সরকারি বাহিনীর এক সদস্য জানান, বিদ্রোহীগোষ্ঠী হাফতার বাহিনীর সঙ্গে ত্রিপোলি দখলের লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়ার সেনা অংশ নিয়েছে।
আগের দিন সরকারি বাহিনী জানায়, ত্রিপোলির বিমানবন্দর এলাকায় তারা সফল অভিযান চালিয়েছে। বিদ্রোহীগোষ্ঠীর ১০ সদস্যকে আটকের কথাও জানায় তারা। ত্রিপোলি ভিত্তিক জাতিসংঘ সরকারের প্রধান ফায়েজ সিরাজি।
বৃহস্পতিবারই সরকারের পক্ষ থেকে তুরস্কের কাছে সহযোগিতা চাওয়া হয়।
এপ্রিলে পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী বিদ্রোহীগোষ্ঠী হাফতার বাহিনী ত্রিপোলি দখলের জন্য অভিযান শুরু করে। এতে অন্তত আড়াইশ' জন নিহত হয়। বাস্তুচ্যুত হয় অন্তত দেড় লাখ মানুষ।
ত্রিপোলিতে অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী
Tag: world

No comments: