সীমান্তে যেকোনো অনুপ্রবেশের ব্যাপারে বিজিবি সতর্ক রয়েছে: মহাপরিচালক
নাগরিকপঞ্জি বা এনআরসি ভারত সরকারের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে যেকোনো অনুপ্রবেশের ব্যাপারে সতর্ক রয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। রোববার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
পাঁচদিনব্যাপী বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকের ফাঁকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশ-ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় আছে। সম্প্রতি বিজিবি-বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সাফিনুল ইসলাম বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কাজ করছে দু'দেশ।
Tag: Featured
No comments: