ঢাকা সিটি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন কাউন্সিলর প্রার্থীরা
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আজ (রোববার, ২৯ ডিসেম্বর) কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। তবে কোন মেয়র প্রার্থী মনোনয়ন জমা দেননি।
রাজধানীর ইটিআই ভবনে উত্তর সিটি করপোরেশনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেয়া হয়। ঢাকা উত্তরে প্রায় ৮শ' কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীরাসহ সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আর রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে দক্ষিণ সিটি করপোরেশনের মনোনয়নয়নপত্র সংগ্রহ ও জমা নেয়া হয়।
দক্ষিণে ৭৫টি ওয়ার্ড ও ২৫ টি সংরিক্ষত ওয়ার্ডের জন্য এ পর্যন্ত প্রায় ১১শ' কাউন্সিলর প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। আর মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন পাঁচজন।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা।
Tag: Featured
No comments: